ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের নীলফামারীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:০৩, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের নীলফামারীতে সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন-স্কেল নির্ধারণের এক দফা দাবিতে সারা দেশের ন্যায় নীলফামারীতেও সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার সকাল ১১টায় পৌর মার্কেটস্থ্য প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান বাবু। সংবাদ সম্মেলনে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে এ দাবী সরকার মেনে না নিলে কেন্দ্রীয় ভাবে ২৩ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করবে সহকারি শিক্ষক সংগঠনসমূহের জোট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয় ২০০৯ সাল থেকে প্রমোশন আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে বন্ধ রয়েছে। যা সহকারী শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ২০১৫ সালের বেতনস্কেলের মাধ্যমে শ্রেণি প্রথা বিলুপ্ত করা হলেও বাস্তবে তা এখনো বাতিল হয়নি। শিক্ষক নেতারা বলেন, এ সব বৈষম্যের অবসানের লক্ষ্যেই কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি আমরা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট জেলা শাখার যুগ্ন আহবায়ক ও সহকারী শিক্ষক আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আমিরুল হক বাবু প্রমুখ।
×