ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে এসে যুদ্ধের প্রশিক্ষণ নিলেন আফগান নারী সেনারা

প্রকাশিত: ২০:৫০, ১৫ ডিসেম্বর ২০১৭

ভারতে এসে যুদ্ধের প্রশিক্ষণ নিলেন আফগান নারী সেনারা

অনলাইন ডেস্ক ॥ ভারতে এসে প্রথমবার যুদ্ধের প্রশিক্ষণ নিলেন আফগান নারী সেনা অফিসারেরা। ভারতের সেনা প্রশিক্ষণ শিবিরে একে-৪৭ চালানো থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের প্রশিক্ষণ নিলেন তারা। জানা গেছে, চেন্নাইতে মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন তারা। এরআগে বহু আফগান সেনাকে এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হলেও নারী সেনা অফিসার হিসেবে এই প্রথম ভারতে এসে ট্রেনিং নিলেন তারা। অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি, বিভিন্ন ধরনের যুদ্ধের কৌশল শিখেছেন তারা। শেখানো হয়েছে নেভিগেশনের বিশেষ পদ্ধতি। একমাত্র ভারতের এই ট্রেনিং ইন্সটিটিউটেই পুরুষ ও নারী উভয়কেই ট্রেনিং দেওয়া হয়। যে কোনও পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা করার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর শেষ হবে ট্রেনিং। আগামী বছরে আফগান সেনায় আরও বেশি নারী নিয়োগের সম্ভাবনা রয়েছে। তাই আগামী বছর ট্রেনিং'র জন্য ভারতে পাঠানো হবে অনেক নারী সেনাকে। সেনাবাহিনীর ১০ শতাংশই নারী সেনা থাকবে বলে স্থির করেছে আফগানিস্তান। বর্তমানে মাত্র তিন শতাংশ নারী রয়েছে দেশটির সেনাবাহিনীতে।
×