ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বায়ান্ন বাজার তিপান্ন গলি

প্রকাশিত: ০৫:২৭, ১৫ ডিসেম্বর ২০১৭

বায়ান্ন বাজার তিপান্ন গলি

মোরসালিন মিজান মহান অর্জনের দিন আসন্ন। বাঙালীর সব পাওয়া হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। রাত পোহালে সেই গৌরবোজ্জ্বল দিন। বিজয় দিবসের প্রাক্কালে ঘুরে ফিরে সামনে আসছে যুদ্ধদিনের ইতিহাস। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে জাতি। ৩০ লক্ষ শহীদের প্রতি জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। সেই সঙ্গে প্রকাশিত হচ্ছে বিজয়ের আনন্দ। দিবসটি সামনে রেখে দারুণ উৎসবমুখর এখন রাজধানী ঢাকা। বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির শহর ভীষণ রঙিন হয়ে ওঠেছে। রাতের ঢাকা যারপরনাই নয়নাভিরাম। ঘর থেকে বের হলে মুগ্ধ হয়ে যেতে হয়। আলোকজ্জ্বল চারদিক। সড়ক বিভাজকগুলো মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। গত বুধবার রাতে বিজয় সরণী থেকে শাহবাগ পর্যন্ত যেতে যেতে ছানাভরা হয়ে যায় চোখ! সড়ক বিভাজকের পুরোটাজুড়ে আলোকসজ্জা করা হয়েছে। বহুতল ভবনগুলোর দিকে তাকাতে হয় না। আলোকসজ্জার কারণে আপনি দৃষ্টি চলে যায়। কাওরান বাজার এলাকার বেশ কয়েকটি ভবন ইতোমেধ্য সাজিয়ে নেয়া হয়েছে লাল সবুজ রঙে। ওয়াসা, তিতাস গ্যাস, বিএসইসি’র ভবন নতুন করে দৃশ্যমান হচ্ছে। অনেক দূর থেকে দেখা যায়। বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। পুরনো এয়ারপোর্ট এলাকাটি ঘিরে অনেকদিন ধরেই চলছে প্রস্তুতি। বিশাল খোলা জায়গায় হবে বিজয় দিবসের কুচকাওয়াজ। এ জন্য ভূমি প্রস্তুত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। এই মঞ্চ থেকে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড গ্রাউন্ডে প্রবেশের পথগুলো মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক দিয়ে সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহার করা হয়েছে বাঙালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে বিমান বাহিনীর সদস্যদের মহড়াও। সাই সাই করে ছুটে চলছে বিমান। আকাশে রং ছড়িয়ে আবার ফিরে আসছে। সবই বাইরে থেকে কৌতুহল নিয়ে দেখছেন পথচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটিও এখন জমজমাট। টিএসসি কেন্দ্রীক সংগঠনগুলো বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। চলছে নানা কর্মকা-। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিশাল একটি পতাকা মেঝেতে বিছিয়ে নিয়েছেন। বৃত্তের মাঝখানে সুই সুতো দিয়ে মানচিত্র আঁকছিলেন মেয়েরা। হ্যাঁ, ১৯৭১ সালে ব্যবহার করা জাতীয় পতাকার আদলে পতাকাটি গড়া হচ্ছে। ১৬ ডিসেম্বর বিশাল এই পতাকাটি দেখা যাবে টিএসসিতে। পতাকা ঘিরে থাকবে নানা আনুষ্ঠানিকতাও। অন্যান্য সংগঠনগুলোও বহুবিধ কর্মসূচী নিয়ে টিএসসিতে থাকবে। ফুলের দোকানগুলোতেও রাত দিন এক হয়ে গিয়েছে। কর্মীরা সবাই ব্যস্ত। ফুলের ডালা সাজানোর কাজ করছেন। তাজা মৌসুমী ফুলে শ্রদ্ধা জানানো হবে একাত্তরের শহীদদের। শেষ করা যাক অন্য আলোচনা দিয়ে। ঢাকার আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর সব ধরনের যানবাহনের হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্কুল, কলেজ, হাসপাতালের পাশ দিয়ে চলার সময় হর্ন বাজানো যাবে না। নিষিদ্ধ করেছে আদালত। দেশে হাইড্রোলিক হর্নের উৎপাদন বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের দেয়া আগের একটি আদেশের ধারাবাহিকতায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ বৃৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতের নির্দেশনা পালনের সুবিধার্তে ঢাকার কাকরাইল-মগবাজার হয়ে ময়মনসিংহ রোড এবং শাহবাগ-সায়েন্স ল্যাবেরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে গত ২৩ আগস্ট এই রিট আবেদনের শুনানি করে রুল দেয় হাইকোর্ট।
×