ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই ব্রোকারেজ হাউসকে ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:২৩, ১৫ ডিসেম্বর ২০১৭

দুই ব্রোকারেজ হাউসকে ২০ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিভিন্ন অনিয়মের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার সাদ সিকিউরিটিজ ও এএনএফ ম্যানেজমেন্টকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৬১৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিকে ইউনাইটেড এয়ারওয়েজ মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না করার কারণে কোম্পানিটির বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির ৬১৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজের ২০১৫ সালের ২৩ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির আর্থিক সঙ্কট উত্তরণে কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিদেশী ঋণের মাধ্যমে মূলধন বাড়ানোর ক্ষমতা অর্পণ করা হয়। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এই তথ্য মূল্য সংবেদনশীল হিসাবে প্রকাশ না করার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন ও এসইসি/এসআরএমআইসি/২০০-৯৮৫/প্র-০২/১ ভঙ্গ করেছে।
×