ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাশেম ড্রাইসেল এখন থেকে কাশেম ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৪:২৩, ১৫ ডিসেম্বর ২০১৭

কাশেম ড্রাইসেল এখন থেকে কাশেম ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কাশেম ড্রাইসেল লিমিটেডের নাম বদলে এখন থেকে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে পরিচিত হবে। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। একইসাথে কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুনের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসভীর উল ইসলাম, পরিচালক ড. রেয়ান আনিস ইসলাম, নাফিসা কাশেম, সামিদ কাশেম ও স্বতন্ত্র পরিচালক তারিক আবুল আলা প্রমুখ। সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলমসহ কোম্পানির সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে গত ২০১৬-১৭ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একইসঙ্গে দুই পরিচালকের মেয়াদ শেষ হওয়ার পর তারা পুনর্নির্বাচিত হয়। সভা পরিচালনার সময় কোম্পানির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, গত কয়েক দশকে ড্রাইসেল উৎপাদন ছাড়া আরও কিছু পণ্য ও সেবা উৎপাদন এবং সরবরাহ করে আসছে। সম্প্রতি বাংলাদেশে প্রথম কম্প্রেসড টিনক্যান উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করেছে এবং এ্যারোসল স্প্রে কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। যার কারণে কোম্পানির নাম শুধুমাত্র কাশেম ড্রাইসেল নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা যুক্তিযুক্ত নয়। তাই ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম সভায় নাম কাশেম ইন্ডাস্ট্রিজ নামের বিশেষ প্রস্তাব আনেন। সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়। সভায় কোম্পানিটির ব্যবসায়িক অগ্রগতি ধরে রাখার অঙ্গীকার করেন কর্তৃপক্ষ।
×