ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ৪০০ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৪:২৩, ১৫ ডিসেম্বর ২০১৭

শেয়ারবাজারে ৪০০ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪০২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিএমসি কামাল, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, বিডি থাই, আরএকে সিরামিক, ন্যাশনাল ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমার, রূপালী লাইফ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়ীজ ১ম মিউচুয়াল ফান্ড, ওয়াতা কেমিক্যাল, কর্নফুলী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, সিএমসি কামাল ও নর্দান জুট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফাইন ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এক্সিম ১ম মিউচুয়াল ফান্ড, বিডি থাই, বিডি অটোকার, অলটেক্স, বিএসআরএম লিমিটেড, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড ও আইসিবিএএমসিএল ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট, আরএকে সিরামিক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, স্কয়ার ফার্মা ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
×