ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ ইসলাম ॥ শেষ নবী (সা) শান্তি সংস্থাপক --অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম

প্রকাশিত: ০৩:৪১, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রসঙ্গ ইসলাম ॥ শেষ নবী (সা) শান্তি সংস্থাপক --অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম

বিশ্বজগতের জন্য রহমত সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের পৃথিবীতে আবির্ভাব ঘটে এমন একটা সময় যখন সমগ্র পৃথিবী অজ্ঞতা আর অশান্তিতে ভরে গিয়েছিল। মানবতা বলতে কোথাও কিছু ছিল না। জেএইচ ডেনিসন ‘ইমোশন এ্যাজ দ্য বেসিস অব সিভিলাইজেশন’ গ্রন্থে লিখেছেন : In the fifth and sixth centuries, the civilised world stood on the verge of chaos, it seemed then that the great civilisation which it had taken four thousand years to construct was on the verge of disintegration, and that mankind was likely to return to that condition of barbarism where very tribe and sect was against the next, and law and order was unknown. The new sanctions created by Christanity were working division and destruction instead of unity and order. It was among these people (Arabs) that the man was born who was to unite the whole known world of the East and South. -পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে সভ্যজগত উপনীত হয়েছে নৈরাজ্যের তুঙ্গে, তখন এটাই প্রতীয়মান হচ্ছিল যে, চার হাজার বছর ধরে গড়ে ওঠা বিশাল সভ্যতা বিখ-িত হওয়ার চরম পর্যায়ে পৌঁছেছে এবং মানবজাতি যেন বর্বরতার চরম অবস্থায় ফিরে গেছে, যেখানে প্রতিটি জাতি ও গোত্র পরস্পরের বিরোধী ছিল, আইনশৃঙ্খলা বলতে কোথাও কিছু ছিল না। খ্রিস্টধর্মের দ্বারা সৃষ্ট নিত্যনতুন নিয়ম ঐক্য ও শৃঙ্খলার বদলে বিচ্ছেদ এবং ধ্বংসের কাজ করছিল। ...এই জনগোষ্ঠীর (আরবদের) মধ্যে সেই পুরুষপ্রবর জন্মগ্রহণ করলেন, যিনি পূর্ব ও দক্ষিণের সমগ্র জানা দুনিয়াকে ঐক্যসূত্রে আবদ্ধ করার জন্য আবির্ভূত হলেন। প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে আলোর যুগের উদ্ভব ঘটালেন। তাঁর আবির্ভাবকালটিতে বিশ্বজুড়ে চলছিল মানুষে-মানুষে হানাহানি, কাটাকাটি, দুর্বলরা শক্তিধরদের অত্যাচারে, শোষণ ও নির্যাতনে জর্জরিত হচ্ছিল। নারীদের পণ্যসামগ্রীতে পরিণত করা হয়েছিল। তাদের ছিল না কোন অধিকার, ছিল না কোন মর্যাদা। মানবিক মূল্যবোধ বলতে কোথাও কিছু ছিল না। ক্রীতদাস প্রথা প্রকট আকার ধারণ করেছিল। ধর্মের নামে সর্বত্র বিরাজ করছিল শিরক, কুফর, কুসংস্কার, অধর্ম এবং ধর্মহীনতা। সেই অস্থির, অরাজকতাপূর্ণ পৃথিবীতে তাঁর আবির্ভাব ঘটল শান্তির দূত হিসেবে, শান্তি সংস্থাপক হিসেবে। তিনি এলেন সিরাজাম মুনীরা রূপে- প্রদীপ্ত প্রদীপ রূপে, তিনি এলেন রহমাতুল্লিল ‘আলামীন রূপে। তাঁর আবির্ভাবে সত্য-সুন্দরের উন্মেষ ঘটল, প্রবাহিত হলো প্রকৃত শান্তির আলোকধারা। জেমস এ মিসনার ‘ইসলাম দ্য মিসআন্ডারস্টুড রিলিজিয়ন’ গ্রন্থে বলেন : Muhammad the inspired man who founded Islam, was born about A.D. 570 into Arabian tribe that worshipped idols. Then in a series of dramatic and terrifying events, he began to receive through the Archangel Gabriel a revelation of God’s word. Like almost every major Prophet before him, Muhammad fought shy of serving as the transmitter of God’s word. sensing his own inadequacy. But the angel commended : Read! So far we know, Muhammad was unable to read or write, but he began to dictate those inspired words which would soon revolutionise a large segment of the earth: There is but one God. -হযরত মুহম্মদ (সা) সেই প্রত্যাদিষ্ট মহান ব্যক্তিত্ব যিনি ইসলাম কায়েম করেন। তাঁর জন্ম হয় ৫৭০ খ্রিস্টাব্দ নাগাদ আরবের এমন এক গোত্রে যা ছিল মূর্তিপূজারী। ...জীবনের বাঁকে বাঁকে বহু নাটকীয় ও দুঃসহ ঘটনা তাঁকে অতিক্রম করতে হয়। আল্লাহর কালাম তাঁর নিকট নাজিল হতে থাকে ফেরেশতা জিবরাইল (আ)-এর মাধ্যমে। ...তাঁর পূর্বেকার অধিকাংশ বিশিষ্ট আম্বিয়া কেরামের মতো হযরত মুহম্মদ (সা)-ও নিজের অপর্যাপ্ততার কথা ভেবে আল্লাহ্র কালাম পঠনে ইতস্তত করছিলেন। কিন্তু ফেরেশতা তাঁকে বললেন : পাঠ করুন (ইক্রা)। আমরা যতদূর জানি হযরত মুহম্মদ (সা) পড়তে বা লিখতে অপারগ ছিলেন। কিন্তু তিনি সেই সমস্ত প্রত্যাদিষ্ট কালাম অন্যদের তিলাওয়াত করে শোনাতে লাগলেন, যা অচিরেই পৃথিবীর একটা বিশাল অঞ্চলে এক মহা বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করল। ঘোষিত হলো : লা ইলাহা ইল্লাল্লাহ্- আল্লাহ ছাড়া কোন ইলাহ্ নেই।... প্রিয় নবী (সা)-এর মহান জীবনেতিহাস আলোচনা করতে গিয়ে পাশ্চাত্যের প্রাচ্যবিদ মনীষীগণ বিস্ময়ে অভিভূত হয়েছেন। স্যার টমাস কারলাইল লিখেছেন : A great change what a change and progress is indicated here in the universal conditions and thought of men... . A greater number of God’s creature believe in Muhammad’s word at this time than in any other word whatever... . Islam means in its way denial of self, annihilation of self. This is yet the highest wisdom that Heaven has revealed to our earth -সে এক মহা পরিবর্তন! কী এক দারুণ পরিবর্তন ও প্রগতি সূচিত হলো মানবকুলের বিশ্বজনীন অবস্থায় এবং চিন্তায়। ...আজকের যুগে আল্লাহর বৃহত্তর সংখ্যক মখলুক অন্য যে কোন বাণীর চেয়ে হযরত মুহম্মদ (সা)-এর বাণী বেশি বিশ্বাস করে। আত্মত্যাগ ও আত্মসমর্পণের মধ্যে ইসলামের অর্থ নিহিত রয়েছে। আমাদের এই পৃথিবীতে নাজিলকৃত আসমানী গভীর জ্ঞানের মধ্যে অদ্যাবধি এটাই সর্বশ্রেষ্ঠ ও উন্নত। (দ্র. Hero and Hero Worship)। প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের আগমনে বিশ্বচরাচরে যে আলোকিত ও শান্তিময় প্রতিবেশ গড়ে উঠল, এক অনন্য জ্যোতির্ময়তায় শোভিত হয়ে পৃথিবী যে জেগে উঠল, একটি প্রগতিশীল জাতিসত্তার যে উন্মেষ ঘটল সে সম্পর্কে বলতে গিয়ে স্যার টমাস কারলাইল বলেন : These Arabs, the man Mohamet and that one century, is it not, as if a spark had fallen, one spark on a world what seemed black unnoticeable sand! But lot The sand proves explosive prowder blazed heaven high from Delhi to Granada.-একটি জাতি নাম তার আরব, একজন মানুষ নাম তাঁর মুহম্মদ (সা) আর সেই একটা শতাব্দী, এটা কি তাই নয় যেন একটি অগ্নিস্ফুলিঙ্গ, শুধু একটি অগ্নিস্ফুলিঙ্গ পতিত হলো এমন এক পৃথিবীর ওপর যা দেখে মনে হচ্ছিল ঘনকালো অজ্ঞাত বালুকণা, কিন্তু দেখ, দেখ! সেই বালুকণা বারুদের মতো বিস্ফোরিত হলো আকাশ সমান আলো হয়ে, আর সেই আলোয় আলোকিত হয়ে গেল দিল্লী থেকে গ্রানাডা পর্যন্ত। (চলবে) লেখক : পীর সাহেব দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা ইন্সটিটিউট অব হযরত মুহম্মদ (সা)
×