ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে মারধর

প্রকাশিত: ০১:২৮, ১৪ ডিসেম্বর ২০১৭

বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে মারধর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাসেম শিকদার (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধর করেছে প্রতিপক্ষ। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার সিংড়াই গ্রামের মল্লিক বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় লুৎফর মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করেছে। আহত হাসেম সিকদার বলেন, তার ভায়রা আজিজুর রহমানের সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে সেই বিরোধ মীমাংসা করতে পুলিশ আসে। তার ভায়রা বাড়ি না থাকায় তিনি সেখানে যাচ্ছিলেন। পথিমধ্যে ভায়রার প্রতিপক্ষ লুৎফর রহমানের নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত আমার উপর হামলা চালায়। তখন আমার স্ত্রী ও মেয়ে বাধা দিলে তাদেরও মারধর করা হয়। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ইমরান মোহম্মদ বলেন, হাসপাতালে ভর্তি হাসেম সিকদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চি‎হ্ন রয়েছে। লাঠির আঘাতে তার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা হাসেম সিকদারের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। লুৎফর রহমান কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
×