ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে গ্রীক প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০১:১৪, ১৪ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে গ্রীক প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ এক গ্রিস প্রবাসীর বাড়িতে ডাকাতি করে তার ঘরে বসেই টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ভাগাভাগী করে নিলো ১০/১২ জনের একদল ডাকাত। বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার ধুরাইলের চাছার গ্রামের গ্রিস প্রবাসী হাফিজুল ইসলাম মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের গ্রিস প্রবাসী হাফিজুল ইসলাম মুন্সী কিছুদিন আগে দেশে ফিরে বাড়িতে একটি পাকা বসত ঘর নির্মাণ কাজ শুরু করেন। অধিকাংশ কাজ সম্পন্ন হলেও ঘরের দরজা-জানালার কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। তার পরিবারের সদস্যরা ঐ অসমাপ্ত পাকা ভবনে থাকতে শুরু করেন। বুধবার গভীর রাতে ১১ থেকে ১২ জনের একদল ডাকাত ভবনে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেট ও অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের বিদেশী প্রসাধনী লুট করে। এ সময় বাঁধা দিতে গেলে ডাকাতের মারধরে গৃহকর্তা হাফিজুল মুন্সী ও তার ছোট মেয়ে আহত হয়। হাফিজুল মুন্সী ও তার পরিবারের সদস্যরা জানান, মুখোশধারী ডাকাতরা সবাইকে একটি রুমের মধ্যে জিম্মি করে বেঁধে বসিয়ে রেখে তাদের সামনেই টাকা-মোবাইল-স্বর্ণালংকার ও বিদেশী প্রসাধনী নিজেদের মধ্যে ভাগ করে নেয়। মালামাল ভাগাভাগী নিয়ে ডাকাতদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন, ‘ঘরের জানালা দরজা ধাক্কা দিয়ে প্রবেশের সুযোগ থাকায় সহজেই এমন ঘটনা ঘটেছে। শ্রীনদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্তরা ডাকাতির মামলা করলে সেই অনুযায়ী মামলা গ্রহণ করা হবে।’
×