ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলা ॥ নিহত ১৫

প্রকাশিত: ০১:০২, ১৪ ডিসেম্বর ২০১৭

সোমালিয়ায় পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলা ॥ নিহত ১৫

অনলাইন ডেস্ক ॥ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পুলিশের একটি প্রশিক্ষণ শিবিরের ভিতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পুলিশের একটি প্রশিক্ষণ শিবিরের ভিতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশের ইউনিফর্ম পরা এক বোমারু হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। পুলিশের মুখপাত্র মেজর মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিল এবং সে জেনারেল কাহিয়ে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে অনুপ্রবেশ করে ভোরে প্যারেড চলাকালে বিস্ফোরণ ঘটায়। আব্দুল্লাহি নুর নামে আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “এ পর্যন্ত ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।” এর আগে আমিন অ্যাম্বুলেন্সের পরিচালক আব্দিকাদির আব্দিরহমান জানিয়েছিলেন, পুলিশ একাডেমি থেকে ১৩টি লাশ ও আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে গেছেন তারা। জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করে হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক অভিযান বিষয়ক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, “আমরা ২৭ পুলিশকে (কর্মকর্তা) হত্যা ও এর চেয়ে আরো বেশি জনকে আহত করেছি।” আল শাবাব সোমালিয়ার রাজধানীসহ অন্যান্য শহরে প্রায়ই প্রাণঘাতী বোমা হামলা চালিয়ে থাকে।
×