ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা চান জনগন ভাল থাকুক ॥ প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক

প্রকাশিত: ২২:৪৩, ১৪ ডিসেম্বর ২০১৭

শেখ হাসিনা চান জনগন ভাল থাকুক ॥ প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুরের দোরমুটিয়া গ্রামে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সরকারের উন্নয়ন মূলক এক উঠান বৈঠকে করেছেন। প্রতিমন্ত্রী সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জনগন ভাল থাকুক। তিনি চেষ্টা করছেন বিদ্যুতসহ সকল ক্ষেত্রে উৎপাদন বাড়াতে। আপনাদের সেলাই মেশিন দেয়া হয়েছে। বয়স্ক ও বিধবা ভাতা পাচ্ছেন। ছেলেমেয়েদের উপবৃত্তি দিচ্ছি লেখাপড়ায় সহযোগিতার জন্য। এর আগে আর কোন সরকারেরর কাছে আপনারা এমন পাননি। যারা ভাতা পাননি নাম লিখে আমার কাছে দেন। সবায়কে হয়তো দিতে পারবো না তবে পর্যায়ক্রমে সকল অসহায়দের দেখবো। চাহিদার শেষ নেই তবু সরকার আপনাদের সহযোগিতা করবে। সরকারের মেয়দ শেষ প্রায়। তাই আগামী নির্বাচনে যদি আ'লীগ ক্ষমতায় আসে এবং কেশবপুর থেকে আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে আপনাদের কোন চাহিদা থাকবে না। এখন প্রযুক্তির যুগ। চাকরির জন্য তাই সাইন্স নিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী চান যুবকরা প্রশিক্ষন নিয়ে স্বাবলম্বি হয়ে নিজেই ভবিষ্যত গড়ুক। শিক্ষিত হলে চাকরির অভাব হয় না। কর্মট ও কাজের প্রতি আগ্রহী হতে হবে। উঠান বৈঠকে ইসমাত আরা সাদেক সকলের চাহিদার কথা মন দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানে আশ্বাস দেন। উঠান বৈঠকে ফিরোজা বেগম, পারভিনা, ফতেমা, মন্জুয়ারা, সুফিয়াসহ অনেক নারী পুরুষ সরকারের উন্নয়ন করা ব্রিজ, রাস্তা, বিদ্যুত, টিউবয়েল, সৌর বিদ্যুতের কথা তুলে ধরে বক্তব্য দেন। সোমাইয়া নবম ছাত্রী। সে তার মাদ্রাসার ভবন চান। অল্প বয়সে বিধবা রিক্তা আক্তার বিএ পড়েন। তিনি একটি চাকরি ও লেখাপড়ার খরচ দাবি করেন। বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর ইউনিয়নের সভাপতি আফসার আলী, দোরমুটিয়া ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক কবির হোসেন, মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, , রেবা ভৌমিক, নাসিমা সাদেক, হাসান সাদেক, রফিকুল ইসলাম পিটু, আব্দুস সামাদ, সাংবাদিক আশরাফুজাজাম খান প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন গত চার বছরে কেশবপুরে যতো রাস্তা করেছি তাতে অন্য উপজেলার লোক দেখে হিংসা করে। আরও ৩২ টি রাম্তা আর ১২ টি ব্রিজের কাজ হবে নির্বাচনের আগে।
×