ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের বেহাল দশা

প্রকাশিত: ২১:০০, ১৪ ডিসেম্বর ২০১৭

গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন যাবত মেরামত না করায় যাত্রীদের সীমাহীন সমস্যার সৃষ্টি হচ্ছে। সড়কও জনপথ বিভাগের ৪২ কিলোমিটার এ সড়ক দিয়ে কচুয়া, হাজীগঞ্জ, মতলব, চাঁদপর, রামগঞ্জ, লক্ষীপুর ও নোয়াখালী অঞ্চলের লোকজন ঢাকা, কুমিল্লা ও চট্রগাম যাতায়াত করে। সড়কটির চাঁদপুর অঞ্চলের ১৮কি.মি ও কুমিল্লা অঞ্চলের ১০কিমি সহ মোট ২৮ কিলোমিটারে বাছাইয়া, ডুমুরিয়া, ঘাগড়া, মোহাম্দপুর অংশে কোন প্রকার মেরামত না করায় ওই সড়কে চলাচলাকারী যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের উপরের পিচ বা আস্তর খুলে বিশাল গর্তের সৃষ্টি হয়ে অনেক জায়গায় পানি জমা হয়ে আছে। ফলে দীর্ঘদিন যাবৎ এ সড়ক দিয়ে ঝুকিপূর্নভাবে যান চলাচল করছে। ২৮ কিমি সড়কের কাজ না হওয়ায় যাত্রীদের পাশাপাশি মূমূর্ষ রোগী বহনকারী এম্বুলেন্স চলাচলে ও ব্যাঘাত ঘটছে। প্রতিদিন বাস, ট্রাক বিকল হয়ে রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ইতিপূর্বে কচুয়া-গৌরিপুর অংশে বাঁয়েক-বাছাইয়া পর্যন্ত ১৪ কি.মি. কাজ হলেও নিম্মমানের কাজের জন্য কোন কোন স্থানে রাস্তা ভেঙ্গেঁ বা ধেবে যাচ্ছে। সওজ চাঁদপুর অফিস সুত্রে জানা যায় ১৩টি বাঁক সরলীকরন, ৪টি কালভার্ট ও ১টি ব্রীজ নির্মানের জন্যে ২৫ কোটি টাকার কাজ চলছে। স্থানীয়রা জানান রাস্তা মেরামত না করে বাঁকসরলীকরন কাজ শুরু করায় জনগনের দূর্ভোগ কমেনি।তাই অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
×