ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লালপুরে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:০০, ১৪ ডিসেম্বর ২০১৭

লালপুরে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা, লালপুর ॥ নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির প্রতিনিধি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান চত্বর থেকে শিক্ষক,শিক্ষার্থী সহ পরিচালনা কমিটির সদস্যদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি লালপুর বাজার, থানা মোড় হয়ে লালপুর ত্রীমহোনী চত্বরে এসে সমাবেত হন। সেখানে এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ,শিক্ষক হাসিবুল ইসলাম,সাহীন ইকবাল প্রমুখ । এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি তায়েজ উদ্দিন. পরিচালনা কমিটির সদস্য শ্রী গনেশ চন্দ্র সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । বক্তারা ১৫০ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
×