ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুর কোল্ড স্টোরে পড়ে আছে কোটি টাকার আলু

প্রকাশিত: ২০:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৭

মাদারীপুর কোল্ড স্টোরে পড়ে আছে কোটি টাকার আলু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাত্র ৫ সপ্তাহের ব্যবধানে জেলায় আলুর বাজারে মারাত্মক ধ্বস নেমেছে। নবেম্বর মাসের প্রথম দিকে প্রতি বস্তা আলুর দাম ৬‘শ থেকে ৭‘শ টাকা কমে যাওয়ায় এ বিপর্যয় দেখা দেয়। নির্ধারিত সময় পার হলেও উপর্যুপুরী ক্ষতির ভয়ে কৃষক ও ব্যবসায়ীরা কোল্ড স্টোর থেকে সব আলু ডেলিভারী না নেওয়ায় মাদারীপুর কোল্ড স্টোরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৫ সহস্রাধিক বস্তা আলু পড়ে রয়েছে। ফলে বড় ধরণের লোকসানের মুখে পড়েছে হিমাগার কর্তৃপক্ষ। ২/৪ দিনের মধ্যে এ সব আলু স্টোর থেকে খালাস না হলে নদীতে ফেলে দিতে। সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা গেছে, চলতি বছর মার্চ মাসে কৃষক ও ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬৫ হাজার বস্তা বিভিন্ন জাতের আলু সংরক্ষণ করে মাদারীপুর কোল্ড স্টোরেজে। তখন প্রতি বস্তা আলুর খরচ পড়ে সাড়ে ৯‘শ থেকে ১ হাজার টাকা। মাদারীপুরে মৌসুমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে দেশের প্রভাবশালী একাধিক সিন্ডিকেট। যে কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে মাদারীপুর কোল্ড স্টোরেজ লি: ম্যানেজার আবদুল করিম বলেন, ‘আমার ২৩ বছর চাকরী জীবনে এবারের মত আলুর বাজারের ধ্বস কোন দিন দেখিনি। কৃষক ও মজুতদারদের পাশাপাশি আমরাও বড় ধরণের ক্ষতির মুখে পড়েছি।
×