ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ২০:১৬, ১৪ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুল মান্নান (৪৮) ও তার স্ত্রী রুনা খাতুন (৩৮)। পুলিশ বলছে, স্ত্রী রুনা খাতুনের আকস্মিক মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করেছেন আবদুল মান্নান। জানা যায়, বুধবার রাতে আবদুল মান্নান ও রুনা খাতুন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে স্ত্রী রুনা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্ত্রীর মৃত্যু সইতে না পেরে বাড়ির ভেতরে অবস্থিত লিচু গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আবদুল মান্নান। বাঘা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মান্নান ও তার স্ত্রী ছিল ফরিদপুরের পীর মাহাতাব চাঁনের ভক্ত। তাদের দুটি সন্তান রয়েছে। বড় ছেলে রিশন আহম্মেদ নাটোরের লালপুরে নানার বাড়ি থেকে এইচএসসি পড়ছে। ছোট ছেলে সাব্বির হোসেন স্থানীয় কালিদাসখালী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, তারা স্বামী-স্ত্রী এক পীরের ভক্ত ছিলেন। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু স্বামী মেনে নিতে না পেরে আবদুল মান্নান গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।
×