ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় নির্মাণের চার মাস পরই ভেঙ্গেগেছে সড়ক

প্রকাশিত: ২০:১১, ১৪ ডিসেম্বর ২০১৭

ভাঙ্গুড়ায় নির্মাণের চার মাস পরই ভেঙ্গেগেছে সড়ক

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ ভাঙ্গুড়ায় নির্মাণের চার মাস পরই উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে বেতুয়ান-এরশাদনগর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে দু’পাশ ভেঙে গেছে। এলজিইডি’র অর্থায়নে ২০১৬-১৭ অর্থ বছরে ২৬ লক্ষাধিক টাকা ব্যয়ে ৫৫০ মিটার সড়ক নির্মাণ করেন স্থানীয় ঠিকাদার ফিরোজ আহমেদ। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, অর্থ বছরের শেষে প্রকল্পটির বিল উত্তোলন করতে জুন মাসের শেষ দিকে নি¤œমানের খোয়া এবং নামমাত্র পিচ ও পাথর দিয়ে নির্মাণ কাজটি তড়িঘড়ি করে সম্পন্ন করা হয়। সেসময় স্থানীয় জনসাধারণ ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দিলেও পরে ঠিকাদার দায়সারাভাবে কাজ শেষ করেন। এলাকাবাসী অভিযোগ করেন, সড়ক ভেঙে যাওয়ার পরে গত দু’মাস ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ বিষয়ে দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বলেন, সড়কটি পুনঃসংস্কারের বিষয়ে তিনি উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, নির্মাণ কাজে ত্রুটির কারণে হয়তো এটি ভেঙে যেতে পারে। তবে এক বছরের মধ্যে যে কোন ধরনের সমস্যা হলে ঠিকাদরকে এটি মেরামত করে দিতে হবে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
×