ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় চারুনীড়মের ‘শেষ নবাব’

প্রকাশিত: ০৬:৫১, ১৪ ডিসেম্বর ২০১৭

শিল্পকলায় চারুনীড়মের ‘শেষ নবাব’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় চারুনীড়ম থিয়েটারের ‘শেষ নবাব’ নাটকের ৭ম মঞ্চায়ন হবে। ‘শেষ নবাব’ চারুনীড়ম থিয়েটারের ৫ম প্রযোজনা। প্রথিতযশা নাট্যকার সাঈদ আহমদের রচনায় ‘শেষ নবাব’ নাটকটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইদুল হক, কাকা মাকসুদ, আলমগীর সাগর, চামেলী সিন্হা, আখন্দ জাহিদ, বি.এম.শাহেদ, মারুফ মুর্তজা, মাহমুদুল হক সংগ্রাম, আল-মোতাস্সিম, রোহান খান, আশিউল ইসলাম, সেলিম রেজা, লিখন রাহী, আমিনুল হক সুজা, সম্রাট জাহাঙ্গীর, নূর ইসলাম, শাহারিয়ার মিথুন। নাটকের মঞ্চ পরিকল্পনা ফয়েজ জহির, আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস, আলোক প্রক্ষেপণ সালাহউদ্দিন, আলোক চিত্র রতন সিদ্দিকী, রূপসজ্জা মোহাম্মদ আলী বাবুল, পোশাক পরিকল্পনায় এনামতারা সাকী, আবহসঙ্গীত পরিকল্পনা এফ কে স্বাধীন, আবহসঙ্গীত পরিচালনায় মনির হোসেন অর্ক এবং সার্বিক ব্যবস্থাপনায় লিখন রাহি। চলচ্চিত্র, নাটক ও যাত্রার কারণে নবাব সিরাজ-উদ-দৌলা ও পলাশীকে নিয়ে সৃষ্ট আবেগী ভাবনাটাকে দৃঢ় বাস্তবতায় দেখা গেছে চারুনীড়মের এই ‘শেষ নবাব’ নাটকে। সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে একটি স্বাধীন ভূখ-ের একজন মুক্তিকামী মানুষের সংগ্রামের নাম নবাব সিরাজ-উদ-দৌলা। ঐতিহাসিক বাস্তবতার দৃষ্টিকোণ থেকে পলাশী, সিরাজ ও সাম্রাজ্যবাদ এই তিনটি শব্দের মনতাজ ‘শেষ নবাব’। শেষ নবাব মানে সবকিছু শেষ নয়, যেখানে শেষ সেখান থেকেই শুরু। এই নাটকে নবাব সিরাজ-উদ-দৌলা, মীর জাফর, ঘসেটি বেগম এবং রবার্ট ক্লাইভের চরিত্র চিত্রায়ন অসাধারণ। নাটক প্রসঙ্গে নির্দেশক গাজী রাকায়েত বলেন ‘যদি আর জন্মে আবার পলাশীতে আসার সুযোগ হয় তাহলে আবার আমি মীর জাফরকেই বিশ্বাস করব’ সিরাজের এই সংলাপটি আমাকে এই নাটকটি নির্দেশনা দিতে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। তিন বছর আগে দলে ‘শেষ নবাব’ নাটকটি নিয়ে কাজ করার কথা ভাবি এবং নাটকটির পাঠও শুরু করি। কিন্তু অভিনেতার সঙ্কট এবং সর্বোপরি দলের আর্থিক অবস্থার কথা চিন্তা করে পিছিয়ে পড়ি। সাঈদ আহমদ ফাইন্ডেশন ফর কালচার এ্যান্ড আর্টসের (সাফকা) আর্থিক সহযোগিতার আশ্বাস পাওয়ায় আমি আবারও নাটকটি মঞ্চায়নের জন্য উদ্যোগী হই। নাটকটি মঞ্চায়নের এই সুযোগ করে দেয়ার জন্য আমি সাফকার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকেও কৃতজ্ঞতা জানাই যে, তারা এই প্রযোজনাটি সফল করতে আমাদের সহযোগিতা করছে।
×