ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিয়ের ২৩ বছর পর সন্তান

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ ডিসেম্বর ২০১৭

বিয়ের ২৩ বছর পর সন্তান

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের আব্দুর শুকুর খানের পুত্র আশরাফ আলী খান ও স্ত্রী সিমা বেগমের পরিবারে ২৩ বছর পর পুত্র সন্তানের জন্ম হয়েছে। বুধবার রাতে ঈশ্বরদীর “জিরো পয়েন্ট” রেলওয়ে গেট সংলগ্ন রূপসী বাংলা ক্লিনিকে সফল সিজার অপারেশনের মাধ্যমে এ পুত্র সন্তানের জন্ম হয়। জানা যায়, দীর্ঘ ২৪ বছর আগে কুষ্টিয়ার ভেড়ামারাস্থ ষোলদাগের আবুল মালিথার কন্যা সিমা বেগমের সাথে মাঝদিয়া গ্রামের আব্দুর শুকুর খানের পুত্র আশরাফ আলী খান বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের কোন সন্তান না হওয়ায় বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন। বিভিন্ন ডাক্তারের চিকিৎসা এবং নানা চেষ্টা তদবির করেও কোন কাজ হয় না। অবশেষে প্রায় ২৩ বছর পর পুত্র সন্তান লাভ করেন। মাদকবিরোধী সাইকেল র‌্যালি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ ডিসেম্বর ॥ ভোলাকে মাদক মুক্ত করতে মাদকবিরোধী এক ব্যতিক্রমী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শহরের বাংলা স্কুল মাঠে ভোলা পুলিশের আয়োজনে এ সাইকেল র‌্যালির উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোকতার হোসনে, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এদিকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌর কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
×