ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে প্যাকেজিং কারখানায় আগুন

প্রকাশিত: ০৬:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে প্যাকেজিং কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৩ ডিসেম্বর ॥ মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে রূপম প্যাকেজিং এ্যান্ড প্রিন্টিং কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে কারখানায় থাকা কার্টুন, কাগজ, কার্টুন তৈরির কাঁচামাল, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি স মিলে অগ্নিকা-ে প্রায় ২০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় শামসুল আলমের মালিকানার একটি স মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রায় নয়ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত ঘটে। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অগ্নিকা-ে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বেগপাড়া গ্রামে ২১ পরিবারের সবকিছু ভস্মীভূত হয়েছে। ৪৮ ঘর ছাড়াও গবাদিপশু, টাকা পুড়ে ছাই হয়ে যায় অগ্নিকা-ে। মঙ্গলবার রাতে এলাকার এনামুল হকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। জানা গেছে, অগ্নিকা-ে ২২টি বসতঘর, ১৮টি রান্নাঘর, ৮টি গোয়ালঘর, ৩টি খড়ের পুঞ্জ, ৩টি ধানের পুঞ্জ, নগদ দেড় লাখ টাকা ভস্মীভূত হয়। এছাড়া অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায় ৬টি গরু ও ৪টি ছাগল। গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াসিন আলী লিখন জানান, আগুনে সর্বস্ব হারিয়েছে পরিবারগুলো। ফায়ার সার্ভিস সূত্র জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে নূরউদ্দিন, রাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, অলিয়ার রহমান, আবু বকর, অফিজার ইসলাম, এনামুল হক, শাহিনুর ইসলাম, আনিসুর রহমান, তহুজা বেগম, ওবায়দুল ইসলাম, বেগম বেওয়া, ফারুক হোসেন, ফজলুল হক ফজলু, রফিকুল ইসলাম, বুদারু মামুদ, মমিনুর রহমান, আহিদুল ইসলাম, সহিদুল ইসলাম ও আলেয়া বেগম।
×