ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামগঞ্জ ট্র্যাজেডির চার বছর আজ

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৭

রামগঞ্জ ট্র্যাজেডির চার বছর আজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই ছেলের ছবি হাতে নিয়ে আজও কেঁদে চলেছেন সন্তানহারা মা মেরিনা বেগম। তার দুই ছেলেকে হত্যা করেছে। তাদের তিনি দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি দেখে যেতে চান। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রামগঞ্জ ট্রাজেডির আজ বৃহস্পতিবার চতুর্থ বছর। চার বছর আগের এই দিনে সদরের টুপামারী ইউনিয়নে রামগঞ্জ হাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হত্যার উদ্যেশে গাড়ি বহরে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় নূর ভাগ্যক্রমে বেঁচে গেলেও আওয়ামী লীগের চার নেতা ও এক পথচারীসহ ৫ জন হত্যার শিকার হন। রামগঞ্জ ট্রাজেডির চার বছর স্মরণে বৃহস্পতিবার টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন রামগঞ্জ হাট এলাকায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া, মৌন মিছিল ও স্মরণ সভা। এসব কর্মসূচীতে অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপিসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ । সেদিনের হত্যাকা-ের শিকার যারা হন তারা হলেন টুপামারী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি খোরশেদ চৌধুরী, দুই ভাই ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ শাহ ও ছাত্রলীগ কর্মী মুরাদ শাহ ও আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া । এ সময় পথচারী বাঁশ বিক্রেতা আবু বক্কর সিদ্দিকও রক্ষা পায়নি হামলাকারীদের হাত থেকে।
×