ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাবান্ধায় বিজয় দিবসে দুই বাংলার মিলনমেলা

প্রকাশিত: ০৬:৩১, ১৪ ডিসেম্বর ২০১৭

বাংলাবান্ধায় বিজয় দিবসে দুই বাংলার মিলনমেলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ স্বাধীনতার ৪৬ বছর পর এই প্রথম বাংলাবান্ধা সীমান্তে বসছে বিজয় দিবসের মিলনমেলা। বিজয়ের আনন্দে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে দু’বাংলাকে একই সুতোয় বেঁধে রাখতে অঙ্গীকারাবদ্ধ হবে। ১৬ ডিসেম্বর দুপুর আড়াইটায় বিজয়ের উৎসবে যোগ দিতে বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে আসছে শিলিগুড়ির নেতাজি জিএসএফপি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। স্কুলের ৩০ শিক্ষার্থী ছাড়াও ওই স্কুলের শিক্ষক, শিক্ষিকারাও উৎসবে অংশ নেবেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং আর জনগণ জাতীয় সঙ্গীতের মাধমে দু’দেশের জাতীয় পতাকাও ওড়ানো হবে। বিজয় উৎসবের মিষ্টি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আমন চাল সংগ্রহ অভিযান শুরু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ ডিসেম্বর ॥ সরকারীভাবে বোরো সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার খাদ্যগুদামে বোরো সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওই সময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান, আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ জানায়, চলতি অভ্যন্তরীণ আমন মৌসুমে জেলায় ১০ হাজার ২৫৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চালের দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৯ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ১৬৬ জন চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে। শেরপুরে ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ ডিসেম্বর ॥ সদর উপজেলার বন্যা, অগ্নিকা-সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও গৃহহীন ১১৩ পরিবারের মাঝে ত্রাণের ২ বা-িল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গনে ওই ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
×