ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৯

প্রকাশিত: ০৬:৩১, ১৪ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৯

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীররাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার মেসে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন কাজিম, রফিকুল ইসলাম, রতন মিয়া, আব্দুর রহিম, কামরুল, মোস্তাফিজুর রহমান, রিয়াজ মিয়া, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেন। পুলিশ জানায়, আটকৃতদের কয়েকজনের স্মার্ট মোবাইলেও পাওয়া যায় ফাঁস হওয়া প্রশ্নপত্র। মামলার প্রক্রিয়া চলছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বুধবার সদর উপজেলার ১শ’ ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর সব বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রাতে জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানিয়েছেন, নতুন কমিটির মাধ্যমে নতুন প্রশ্নে পরবর্তীতে পরীক্ষা নেয়া হবে। বার্ষিক পরীক্ষার নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। বিদ্যালয়গুলোর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজী, গণিত, সমাজ, বিজ্ঞান ও ধর্ম পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে। এতে বুধবার পূর্বনির্ধারিত ইংরেজী বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। এর আগে মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষাও হয়নি। মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়িতে সাইকেল ১০ কিলোমিটার দীর্ঘ বিজয় র‌্যালি হয়েছে। আড়াই শ’ সাইকেল নিয়ে শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়। বুধবার সকালে পদ্মা তীরের দীঘিরপাড় বাজার থেকে এই র‌্যালি শুরু হয়। গতির প্রতীক সাইকেল চালিয়ে কিশোর দলটি টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে পৌঁছায়। সকাল সাড়ে ১০টায় এই বিজয় র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠান হয় দীঘিরপাড় বাজারে। টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মাঠের সমাপনী মঞ্চ অতিথিবৃন্দ বক্তব্য সম্পন্ন করেন দুপুর ১টায়। মুক্তিযুদ্ধের গান আর এবং বিশেষ গেঞ্জি পরিধান করে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়ার সময় রাস্তার দু’পাশের মানুষ অভিনন্দন জানায়। এই দুটি অনুষ্ঠানে অংশ নেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক -জনকণ্ঠ
×