ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

‘কঞ্জুস’ নাটকের সাত শ’তম মঞ্চায়ন কাল

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৭

‘কঞ্জুস’ নাটকের সাত শ’তম মঞ্চায়ন কাল

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বাসিন্দাদের বৈচিত্রময় জীবন ও সংস্কৃতি হাস্যরসের মধ্যদিয়ে তুলে ধরা হয়েছে ‘কঞ্জুস’ নাটকটিতে। বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে এই প্রথম সাতশতম মঞ্চায়নের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে লোকনাট্য দলের অন্যতম এ প্রযোজনা। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় দর্শক নন্দিত এ নাটকের সাতশতম মঞ্চায়ন হবে। প্রখ্যাত নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত ‘কঞ্জুস’-নাটকের নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেনÑ স্বদেশ রঞ্জন দাশগুপ্ত, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, আজিজুর রহমান সুজন, আবু বকর বকশী, মাসউদ সুমন, ইশিতা চাকি, জুলফিকার আলী বাবু, খাদিজা মোস্তারী মাহিন, প্রিয়াংকা বিশ্বাস, তাজুল ইসলামসহ অনেকে। আবহ সঙ্গীত পরিচালনায় ইয়াসমীন আলী ও শাহরিয়ার কামাল এবং আলোক প্রক্ষেপণে সুজন মাহাবুব। ‘কঞ্জুস’ নাটকটির সেট ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, পোশাক পরিকল্পনা কৃষ্টি হেফাজ ও লুসি তৃপ্তি গোমেজ, সঙ্গীত পরিকল্পনা লিয়াকত আলী লাকী। এই প্রদর্শনীর অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে বেইলি রোডের সাগর পাবলিশার্স ও শিল্পকলা একাডেমির কফি হাউসে। প্রদর্শনীর দিন দুপুর ২টা থেকে জাতীয় নাট্যশালার টিকেট কাউন্টার থেকেও টিকেট সংগ্রহ করা যাবে। টিকেটের মূল্য ৫০০, ২০০ ও ১০০ টাকা। এ উপলক্ষে দিনটি উদযাপন করতে যাচ্ছে নাট্যসংগঠনটি। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে দলের অধিকর্তা ও কঞ্জুস নাটকের নির্দেশক লিয়াকত আলী লাকী জানান, নাটকটি মঞ্চায়নের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীতে দেশে ও বিদেশে ‘কঞ্জুস’ মঞ্চায়নের বিভিন্ন উল্লেখযোগ্য স্মৃতিচিত্র প্রদর্শন হবে। তিনি আরও বলেন, কঞ্জুস নাটকটি পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ওপর রূপান্তরিত, যারা উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে এক বিশেষ ধারায় কথা বলে। তাদের জীবন ধারার আবহ তৈরি করার জন্য পুরোনো হিন্দী গান ব্যবহৃত হয়েছে। মুক্তিযুদ্ধের গান, স্মৃতি রোমন্থন ও কবিতা পাঠ অনুষ্ঠিত ॥ মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে মুক্তিযুদ্ধের গান, স্মৃতি রোমন্থন ও বিজয়ের কবিতা পাঠের আয়োজন করে বুধবার বিকেলে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম (অব) বীরউত্তম, এমপি। মুক্তিযুদ্ধের গান করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ এবং বিজয়ের কবিতা পাঠ করেন দেশের বিশিষ্ট কবিবৃন্দ। জাতীয় নৃত্যনাট্যোৎসব শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর ॥ উৎসবের শুরুটা হবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের নতুন নৃত্যনাট্য ‘সূর্যমুখি নদী’ দিয়ে। আর শেষ হবে খুলনার আব্বাস উদ্দীন একাডেমির ‘নকশি কাঁথার মাঠ’ দিয়ে। তৃতীয়বারের মতো জাতীয় নৃত্য নাট্যোৎসবের আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৮ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ উপলক্ষে সংবাদ সম্মেলন হয় রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে বুধবার দুপুরে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনুর স্মৃতির প্রতি। ডিসেম্বর মাসের ৫ দিন ঢাকার মঞ্চে ঢাকার বাইরের বিভিন্ন জেলা বা বিভাগের দল নৃত্যনাট্য পরিবেশন করবে। জানুয়ারি মাসের প্রথম দিকে ঢাকার সংগঠনগুলো দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে নৃত্যনাট্য মঞ্চায়ন করবে। গানে আর স্মৃতিচারণে বারী সিদ্দিকীকে স্মরণ ॥ বারী সিদ্দিকী শুধু শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন সঙ্গীতের সাধক। গানকে তিনি হৃদয় দিয়ে ধারণ করতেন, তার মতো গুণী শিল্পী এদেশে খুব কমই ছিল। লোকসঙ্গীতের সঙ্গে ক্ল্যাসিক্যালের অনন্য মিশ্রণে এদেশের লোকসঙ্গীতকে এক ভিন্ন মাত্রা দান করেছিলেন গুণী এই শিল্পী। তার প্রয়াণে এদেশের সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হয়েছে। লোকসঙ্গীত শিল্পী ও প্রখ্যাত বংশিবাদক বারী সিদ্দিকীর স্মরণে আয়োজিত স্মরণানুষ্ঠানে এসব বলেন বক্তারা। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির কফি হাউসের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজন সাজানো ছিল স্মৃতিচারণ ও তার গানের মধ্য দিয়ে। বারী সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিচারণ ও গানের এই আয়োজন। কফি হাউসের আড্ডার বন্ধদের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করে বারী সিদ্দিকী স্মরণ পর্ষদ। স্মরণ পর্ষদের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত নৃত্যব্যক্তিত্ব আমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বারী সিদ্দিকীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন পর্ষদের যুগ্ম-আহ্বায়ক গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, মিডিয়া ব্যক্তিত্ব আহসান হাবীব, দৈনিক সংবাদ’ এর বার্তা সম্পাদক কাজী রফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, রামেন্দু মজুমদার, নাট্যজন আব্দুল আজিজ, কবি এ এফ আকরাম হোসেন, পর্ষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম, জহিরুল হকসহ কফি হাউসের আড্ডার বন্ধুরা।
×