ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাপমাত্রা কমতে শুরু

আজকালের মধ্যে শীত নামতে পারে

প্রকাশিত: ০৫:৪০, ১৪ ডিসেম্বর ২০১৭

আজকালের মধ্যে শীত নামতে পারে

স্টাফ রিপোর্টার ॥ নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় আজকালের মধ্যেই শীত নামতে পারে। এমনই জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানান, তাপমাত্রা ইতোমধ্যে কমতে শুরু করছে। দু’একদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে আসবে। ফলে প্রকৃতিতে স্বাভাবিক নিয়মে শীত নেমে আসবে। তবে এই মুহূর্তে শীত জেঁকে না বসলেও কয়েক দিন পর বেশ শীত পড়তে পারে বলে আভাস দেয়া হয়েছে। বুধবার থেকে তাপমাত্রা নিচের দিকে রয়েছে। বুধবার সকাল পর্যন্ত সব বিভাগের তাপমাত্রা ছিল ২৮ থেকে ২৯ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। এদিন সন্ধ্যা নাগাদ সব বিভাগের তাপমাত্রা গড়ে ১ থেকে ২ ডিগ্রী পর্যন্ত কমে গেছে। আজ এবং আগামীকাল আরও কমে আসলে শীতের মাত্রা বেড়ে যাবে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রী সেলসিয়াস। সন্ধ্যায় ঢাকার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রী কমে দাঁড়িয়েছে ২৭.৫ ডিগ্রী সেলসিয়াস। এ ছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগে এক থেকে ২ ডিগ্রী করে তাপমাত্রা কমে গেছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা আরও কমে শীত নামবে। এ সময় দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয়কণার উপস্থিতি থাকায় বৃষ্টিপাতের পরেও তেমন শীত পড়েনি। নিম্নচাপ কেটে যাওয়ার পর বাতাসে জলীয়কণা সরে যেতে শুরু করেছে। ফলে বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে গিয়ে শীত আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে আবহাওয়াবিদরা জানান, এই মুহূর্তে শীত জেঁকে বসার আশঙ্কা নেই। প্রথম দিকে একটু বেশি শীত পড়লেও পরে তাপমাত্রা আবারও কিছু বেড়ে যেতে পারে। ডিসেম্বরের শেষ নাগাদ বড় ধরনের শীত আসতে পারে। বিশেষ করে শৈত্য প্রবাহের কারণে সারাদেশে তীব্র শীতের অনুভূতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া গোটা জানুয়ারিজুড়েই শীত পড়তে পারে। এ ছাড়াও এবার শীতের তীব্রতা আগের বছরের চেয়ে বেশি থাকতে পারে। ডিসেম্বরের শেষ নাগাদ হতে জানুয়ারি পর্যন্ত তীব্র শৈত্য প্রবাহের কারণে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে। এবার ভারতেও শীত বাড়বে। এর প্রভাব এদেশেও পড়বে। প্রকৃতিতে এখনও শীত ঋতু শুরু না হলেও এবারে শীতে বিচিত্র ধরনের চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। নবেম্বরের শেষ নাগাদ থেকেই সারাদেশে হিমেল হাওয়া বইতে শুরু করে। ওই সময় তাপমাত্রাও কয়েক ডিগ্রী কমে যায়। হিম হিম অনুভূতির কারণে অনেকেই গরম কাপড় জড়িয়ে বাইরে বের হতে শুরু করে। আবহাওয়া অফিসের হিসেব মতে উত্তর পশ্চিমের হিমেল হাওয়ার কারণে কয়েকদিন শীতল অনুভূতি সৃষ্টি হয়। এরপর হঠাৎ সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আবহাওয়ার চরিত্র বদলে যেতে শুরু করে। শীত শীত ভাব কেটে গিয়ে আবার গরম ভাব শুরু হয়। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণে গত শুক্রবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। তিনদিন দেশের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। তবে আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হলেও জলীয়কণার প্রভাবে তাপমাত্রার তেমন হেরফের হয়নি। ফলে বৃষ্টিতেও শীতের দেখা পাওয়া যায়নি।
×