ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা বিরোধীদের দলে জায়গায় নেই ॥ দিপু মনি

প্রকাশিত: ০২:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭

স্বাধীনতা বিরোধীদের দলে জায়গায় নেই ॥ দিপু মনি

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ চিহ্নিত অপরাধী ,যুদ্ধাপরাধী,স্বাধীনতা বিরোধী জামায়াতের কোন নেতাকর্মীকে দলের না নেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপু মনি। তিনি বুধবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ,নবায়ন কর্মসুচি ও কর্মী সমাবেশে এ আহবান জানান। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম হিরু বীর প্রতিক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বক্তব্য রাখেন, এডঃ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, সিরাজুল ইসলাম মোল্লা,সাবেক এমপি জহিরুল হক মোহন ,সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দীলিপ ,আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এবিএম রিয়াজুল কবির কাউছার,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মতিন ভুইয়া, পৌর মেয়র ও নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল প্রমুখ। প্রধান অতিথি দিপু মনি বলেন ,দেশের কেউ এখন না খেয়ে মরছে না ।গত ৯বছরে দেশ এগিয়ে গেছে। শিক্ষার অগ্রগতি হয়েছে,যারা স্কুলে যায় তারা নতুন বই পায়,উপ বৃত্তি পায়। মন্দা কবলিত দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ন। দেশে শিশু মৃত্যুর হার কমেছে। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা চালু করা হয়েছে। গৃহহীন ও আশ্রয়হীনদের জন্য আশ্রায়নের ব্যবস্থা করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। এ ছাড়া বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে ।মোবাইল ফোন এখন মানুষের হাতে হাতে। দুর্নীতি মুক্ত দেশ গড়ার কাজ চলছে।অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জবাব দিহিতা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার।বিএনপি আমলের ১৪ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বর্তমান সরকারের আমলে ১৪ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছিল খালেদা জিয়া।আর যুদ্ধাপরাধীদের বিচার করছেন শেখ হাসিনা। দেশের জঞ্জাল সৃষ্টি করেছে বিএনপি আর তা দুর করেছে আওয়ামীলীগ। স্থানীয় নির্বাচনে নারীরা প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হচ্ছে তা শেখ হাসিনার অবদান।আগে নামের পরে পিতার নাম লিখতে হতো এখন মায়ের নামও লিখতে হয় তাও শেখ হাসিনার অবদান। পদ্মাসেতু এখন দৃশ্যমান।শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনেই তা সম্ভব হয়েছে। দেশের অগ্রযাত্রা ব্যহত করতে চাচ্ছে বিএনপি জামায়াত জোট।তারা এখন গনতন্ত্রের কথা বলে।এক কোটি ভুয়া ভোটার কোন গনতন্ত্র, বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা দখল কোন গনতন্ত্র, গ্রেনেড মেরে আওয়ামীলীগকে নিশ্চিন্ন করার চেষ্টা কোন গনতন্ত্র। ২০১৪ সালে নির্বাচন প্রতিহতের নামে শত শত মানুষকে হত্যা করা কোন গনতন্ত্র। খালেদা জিয়ার মুখে গনতন্ত্র মানায় না। গনতন্ত্রের কথা বলে চেচিয়ে গলা ফাটালেও বিএনপি জামায়াত জোটকে জনগন ভোট দিবে না। কারন তারা মানুষ হত্যাকারী। ছেড়া গেঞ্জির কথা শুনেছি ,এখন জিয়া পরিবার ৯৬ হাজার কোটি টাকা কোথায় পেলেন।বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন।দুর্নীতির দায়ে তার নামে মামলা দায়ের হয়েছে। অসুস্থ্য দেখিয়ে মামলায় হাজিরা না দিয়ে গাড়ি বহর নিয়ে তিনি টেকনাফ যান।তখন অসুস্থ্যতা থাকে না। বিশেষ অতিথি ব্যারিষ্টার নেওফেল বলেন বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। তিনি মিথ্যাবাদী ।আদালতে মিথ্যা কথা বলেছে। বেগম জিয়া নির্বাচন করতে চায় না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।নির্বাচনে না যাওয়ার সাংগঠনিক অধিকার আপনাদের আছে। নির্বাচনে না আসলে আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু রাজনৈতিক অধিকার নেই আগুনে পুড়ে মানুষ মারার। বেগম জিয়ার সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করার জন্য সাংগঠনিক ভাবে প্রস্তত থাকার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি। এ সময় কর্মী সভাটি জনসভায় পরিনত হয়। শত শত নেতাকর্মী সভায় অংশ নেয়।
×