ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে বিভিন্ন স্কুলে বিনামূল্যে উপকরণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০২:১৯, ১৩ ডিসেম্বর ২০১৭

ধামইরহাটে বিভিন্ন স্কুলে বিনামূল্যে উপকরণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বুধবার দুপুরে নওগাঁর ধামইরহাটে বিভিন্ন স্কুল ফোরামে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের আওতায় উজ্জীবিত স্কুল ফোরাম বিনামূল্যে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ধামইরহাট কেজি স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার হাতে উপকরণ সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন ও জাকস ফাউন্ডেশন ধামইরহাট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আরাফাত ইমাম, ধামইরহাট কেজি স্কুলের অধ্যক্ষ আঃ বারী ও জাকস ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক কার্ত্তিক কুমার সরকার। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে, ওজন মাপার যন্ত্র, পেনাফ্লেক্সের মুদ্রন করা উচ্চতা মাপার ফিতা, গ্রোথ চার্ট, সুষম খাদ্য তালিকা এবং হাত ধোয়ার প্রদর্শনীর জন্য প্রয়োজনীয উপকরণ সমূহ। অনুরপভাবে ধামইরহাট উপজেলার মালাহার দাখিল মাদ্রাসা, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়, ভেড়ম উচ্চ বিদ্যালয, জগদল আদিবাসী উচ্চ বিদ্যালয় এবং জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
×