ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে কারাগার নির্মাণের জমি অধিগ্রহণ

প্রকাশিত: ০২:১৮, ১৩ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে কারাগার নির্মাণের জমি অধিগ্রহণ

নিজস্ব সংবাদদতা, ঠাকুরগাঁও ॥ জেলায় নতুন একটি কারাগার নির্মাণের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণ বাবদ ৫৯ কোটি টাকার মধ্যে বুধবার আনুষ্ঠানিক ভাবে ৪২ কোটি ৭৫ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। কিছু জমির মালিকানার বিষয়টি নিষ্পত্তি হলে অবশিষ্ট টাকা ছাড় করা হবে। বুধবার বিকেলে সদর উপজেলার সিংগিয়া গ্রামে (যুব অধিদপ্তর ভবনের পাশে) কারাগারের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ২৭ জন জমির মালিকের হাতে এই টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, কারাগারের কর্মকর্তাগণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, প্রশাসনের স্বচ্ছতা প্রমাণের জন্য সবাই অকুস্থলে এসে গ্রামবাসীর সামনে জমির মূল্য পরিশোধ করছেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ বলেন, প্রশাসনে দুর্নীতি কমে এসেছে। তিনি সকলকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল ইসলাম, সদর ইউএনও আসলাম মোল্লা, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জমির মালিকগণ। উল্লেখ্য, দুই বছর আগে ঠাকুরগাঁও জেলা কারাগার বর্তমান স্থান থেকে শহরের দক্ষিণে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পাশে সিংগিয়া মৌজায় স্থানান্তরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়।
×