ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে আইনজীবীকে জরিমানা করায় সহকারী কমিশনারকে বদলী

প্রকাশিত: ০১:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে আইনজীবীকে জরিমানা করায় সহকারী কমিশনারকে বদলী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ১ আইনজীবীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় আইনজীবী সমিতির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের বিচারককে তাৎক্ষনিক বদলী করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) বিরোদা রানী রায় মঙ্গলবার তাঁর আদালতে একটি মামলার শুনানীকালে অপর মামলার আইনজীবী নিরোদ বিহারী রায় উপস্থিত থাকলে এক পর্যায়ে সহকারী কমিশনার (ভুমি) উক্ত আইনজীবীকে এজলাস ত্যাগ করার আদেশ প্রদান করেন। এই আদেশের প্রতিবাদ করে আইনজীবী নিরোদ বিহারী বলেন, আমি একটি মামলার জন্য আপনার এজলাসে উপস্থিত হয়েছি। আমাকে এজলাস থেকে বের করে দেয়ার অধিকার রাখেন না। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকারী কমিশনার (ভুমি) তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনা করে আইনজীবী নিরোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ দিনের কারাদন্ড প্রদানের রায় দেন। আইনজীবী তাৎক্ষনিক জরিমানা প্রদান করে রশিদ গ্রহণ করেন। আইনজীবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনাটি জানতে পেরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমাম আলী সমিতির জরুরী বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবারের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) বিরোদা রানীকে প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হলে রংপুর বিভাগীয় কমিশনারের আদেশে বুধবার বিরোদা রানীকে তাৎক্ষনিক কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায় বদলি করা হয়। জেলা প্রশাসক মীর খায়রুল আলম বদলীর ব্যাপারে সত্যতা স্বীকার করেন।
×