ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে লরি চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ০০:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৭

দাউদকান্দিতে লরি চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুরে চট্টগ্রামগামী লং লরির চাপায় রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুই (১০) নিহত ও চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ সাব্বির (৮) এবং মাইক্রোবাস চালক মোঃ হুসেন (২৫) গুরুতর আহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, আজ বুধবার দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রামগামী একটি লং লরি ফুটপাথের উপর উঠে গিয়ে রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুই, ছাত্র মোঃ সাব্বির এবং রাস্তায় অপেক্ষামান এক মাইক্রোবাস চালক মোঃ হুসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ছাত্রী আফরিন জুই নিহত হয় এবং বাকী দুজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন জানান, আহত শিক্ষার্থী মোঃ সাব্বির ও চালক মোঃ হুসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং আফরিন জুই নামের এক স্কুল শির্ক্ষাথীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদিকে ১৪৩ নং রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান ভূঁইয়া জানান, চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুই (রোল-৪২) এবং মোঃ সাব্বির (রোল-৫৩) বার্ষিক পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয়ে অংশ গ্রহণ করতে এসে স্কুলের নিকট এ দুর্ঘটনার শিকার হয়। তিনি ঘটনায় চালকের শাস্তির দাবি জানিয়েছেন। নিহত আফরিন জুই উপজেলার বাহাদুরখোলা গ্রামের হুসেন মিয়ার মেয়ে। আহত মোঃ সাব্বির উপজেলার রায়পুর গ্রামের রুহুল আমিনের ছেলে। এদিকে নিহত শিক্ষার্থীর পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম ২০ হাজার টাকা এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন ১০ হাজার টাকা সহযোগিতা প্রদানের ঘোষণা করেন। এদিকে নিহত ও আহতদের পরিবারবর্গ গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
×