ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ১১৩ অসহায় পরিবারের মাঝে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০০:৪১, ১৩ ডিসেম্বর ২০১৭

শেরপুরে ১১৩ অসহায় পরিবারের মাঝে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর সদর উপজেলার বন্যা, অগ্নিকা-সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও গৃহহীন ১১৩ পরিবারের মাঝে ত্রাণের ২ বা-িল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বলে শেখ হাসিনা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝেন। ছায়া হয়ে তাদের পাশে দাঁড়ান। আর এজন্যই সরকারের ত্রাণ তহবিলের আওতায় গৃহহীনদের ঘর তুলে মাথা গোঁজার ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অধ্যক্ষ মলয় মোহন বল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
×