ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সাইকেল বিজয় র্যালি

প্রকাশিত: ২২:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে সাইকেল বিজয় র্যালি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সাইকেল ১০ কিলোমিটার দীর্ঘ বিজয় র্যালি হয়েছে। আড়াই শ’ সাইকেল নিয়ে শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়। বুধবার সকালে পদ্মা তীরের দিঘিরপাড় বাজার থেকে এই র্যালি শুরু হয়। গতির প্রতীক সাইকেল চালিয়ে কিশোর দলটি টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে পৌছায়। সকাল সাড়ে ১০টায় এই বিজয় র্যালি উদ্বোধনী অনুষ্ঠান হয় দিঘিরপাড় বাজারে। টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মাঠের সমাপনী মঞ্চ অতিথিবৃন্দ বক্তব্য সম্পন্ন করেন বেলা ১টায়। মুক্তিযুদ্ধের গান আর এবং বিশেষ গেঞ্জি পরিধান করে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়ার সময় রাস্তার দু’পাশের মানুষ অভিন্নদন জানায়। এই দু’টি অনুষ্ঠানে অংশ নেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাবিরুল ইসলাম খাঁন, ওসি ইয়ারদৌস হাসান, রাজনীতিক কবির হালদার, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, কামারখারা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, দিঘিরপাড় এটি ইনস্টিটিউশিনের প্রধান শিক্ষক্ষ মোশারফ হোসেন, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাশেদ ও পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ। এই আয়োজনে উপজেলা পর্যায়ের প্রায় সকল কর্মকর্তা অংশ নেন। এদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম বাসার, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, নির্বাচন কমিশনার রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস কর্মকর্তা পিয়াংকা দাস ও উপজেলা প্রকল্প কর্মকর্তা কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
×