ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ ৬ ইউপিডিএফ কর্মী আটক

প্রকাশিত: ২২:৪০, ১৩ ডিসেম্বর ২০১৭

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ ৬ ইউপিডিএফ কর্মী আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে ৪টি অস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্রসহ ৬ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে মাটিরাঙা সেনা জোন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙা সেনা জোনের সদস্যরা অভিযান পরিচালনা করেন। উদ্বারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, একটি অটো একে ২২ রাইফেল, দুইটি পিস্তল, একটি এলজি, ৪৯ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, আদায়কৃত চাঁদার ১৯,৭৬০ টাকা, রশিদ বইসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টায় মাটিরাঙা জোন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে অভিযানের তথ্য নিশ্চিত করেন জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী শামশের উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী পাড়ার পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ৬ ইউপিডিএফ সন্ত্রাসীকে এ বিপুল আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন জানান, এ সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজি ও অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত । এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
×