ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ২২:৩১, ১৩ ডিসেম্বর ২০১৭

শেরপুরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে সরকারিভাবে বোরো সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ্আজ বুধবার জেলা খাদ্যগুদামে এবারের বোরো সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশনসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি অভ্যন্তরীণ আমন মৌসুমে জেলায় ১০ হাজার ২৫৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চালের দর নির্ধারন করা হয়েছে প্রতি কেজি ৩৯ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ১৬৬ জন জন চাউল কল মালিকের সাথে চুক্তি করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে।
×