ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় আটক ৯

প্রকাশিত: ২১:৩০, ১৩ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় আটক ৯

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদরে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার মেসে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- মো. কাজিম, রফিকুল ইসলাম, রতন মিয়া, আব্দুর রহিম, মো. কামরুল, মোস্তাফিজুর রহমান, রিয়াজ মিয়া, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, জেলা প্রশাসক সায়লা ফারজানার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। আটকৃতদের কয়েকজনের স্মার্ট মোবাইলেও পাওয়া যায় ফাঁস হওয়া প্রশ্নপত্র। মামলার প্রক্রিয়া চলছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বুধবার সদর উপজেলার ১’শ ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে তিন শ্রেণির সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রাতে জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানিয়েছেন, নতুন কমিটির মাধ্যমে নতুন প্রশ্নে পরবর্তীতে পরীক্ষা নেয়া হবে। বার্ষিক পরীক্ষার নতুন তারিখ শিঘ্রই ঘোষনা করা হবে। বিদ্যালয় গুলোর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি, গনিত, সমাজ, বিজ্ঞান ও ধর্ম পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে। এতে বুধবার পূর্ব-নির্ধারিত ইংরেজি বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। এদিকে বুধবার শিক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে এসে ফিরে যায়। এর আগে মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষাও হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, জেলা প্রশাসনের নির্দেশে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার প্রাথমিক ওই তিন শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
×