ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে বিজয়ের মাসে বীর নিবাসের উদ্বোধন

প্রকাশিত: ২০:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৭

বরিশালে বিজয়ের মাসে বীর নিবাসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অস্বচ্ছল, দুঃস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানে নির্মিত জেলার বাবুগঞ্জ উপজেলার চারটি বসতবাড়ি বীর নিবাস বিজয়ের মাসে বুধবার সকালে উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে নির্মিত ওই বিশেষ প্রকল্পের নয়টি বসতবাড়ির মধ্যে চাঁদপাশা, কেদারপুর, দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে নির্মিত চারটি বসতবাড়ির আনুষ্ঠানিক উদ্বোধণ শেষে হস্তান্তর করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বরিশাল-৩ আসনের সাংসদ এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। এসময় অন্যানদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, থানার ওসি মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মাহমুদ আল ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন আকন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বচ্ছল ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় প্রতিটি বসতঘরের জন্য নয় লাখ এক হাজার টাকা করে বরাদ্দ করা হয়। বাবুগঞ্জ উপজেলায় মোট নয়টি বসতঘর নির্মাণ করা হয়। এলজিইডির তত্ত্বাবধানের ওই নির্মাণ কাজ বাস্তবায়ন করে মের্সাস শরীফ এন্টারপ্রাইজ।
×