ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ২০:২২, ১৩ ডিসেম্বর ২০১৭

বাঁশখালীতে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের হস্তক্ষেপে জে.এস.সি পরীক্ষার্থীর বিবাহ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার রাতে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেশমি আক্তার (১৪) এর বিবাহের আকদ্্ অনুষ্ঠান ছিল। খবর পেয়ে থানা পুলিশের ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে একদন পুলিশ বিবাহ বাড়িতে হানা দেয়। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাবাসী থানা পুলিশকে সাধুবাদ জানায়। এ ব্যাপারে বুধবার (১৩ ডিসেম্বর) ওসি আলমগীর হোসেন বলেন বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে যেখানে থানা পুলিশ বাল্য বিবাহ রোধে স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার করে আসছে। সেখানে আমার আওতাধীন উপজেলায় বাল্য বিবাহ করা সম্ভব নয়। স্কুল ছাত্রী বাল্য বিবাহের খবর পেয়ে বর-কনের অভিভাবকগণের মোছলেখা নিয়ে বন্ধ করা হয়েছে বিবাহ অনুষ্ঠান বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সাধনপুর ইউপির দক্ষিণ সাধনপুর তালুকদার পাড়া গ্রামের মহিবুর রহমানের কন্যা রেশমি আক্তার (১৪) এর সাথে বৈলছড়ী ইউপির ৪ নং ওয়ার্ডের গুরা মিয়ার পুত্র সৌদি প্রবাসী জাফর আহমদের বিবাহের আকদ্্ অনুষ্ঠান ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে খবর পেয়ে থানা পুলিশ বিবাহের আকদ্্ অনুষ্ঠানে গিয়ে বন্ধ করে দেয় অনুষ্ঠান। পরবর্তীতে উভয়পক্ষের অভিভাবকগণকে থানায় নিয়ে এসে পর্যাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার অঙ্গীকারে মোছলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধ করে দেয়ায় এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল থানা পুলিশকে সাধুবাদ জানায়।
×