ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণ ॥ দগ্ধ শেফালীর মৃত্যু

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ ডিসেম্বর ২০১৭

কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণ ॥ দগ্ধ শেফালীর মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারী শ্রমিক শেফালী বেগম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোরে তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় শেফালীসহ অগ্নিদগ্ধ হন ১০-১২জন। দগ্ধদের মধ্যে শেফালীসহ কয়েকজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেফালী মারা যান। তার শরীরের ৭৫ শতাংশ পোড়া ছিল। নিহত শেফালী কালিয়াকৈর উপজেলার পলাশতলী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। তিনি ওই কারখানার শ্রমিক ছিলেন। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
×