ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগরিকদের চাঁদে পাঠাতে চান ট্রাম্প

প্রকাশিত: ১৯:৩১, ১৩ ডিসেম্বর ২০১৭

নাগরিকদের চাঁদে পাঠাতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ মার্কিন নাগরিকদের নাকি চাঁদে পাঠাতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নাসাকে এমনই বার্তা দিয়েছেন তিনি। ১৯৭২ সালের পর আর চাঁদে যাননি কোন আমেরিকান। কাজেই এই কাজটি আর দেরি করতে চাইছেন না তিনি। মঙ্গল গ্রহ ভ্রমণের যে সুযোগ নাসা তৈরি করতে চলেছে, তার আগে চাঁদে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে একটি সাংবাদি বৈঠকে ট্রাম্প বলেছেন, এবার চাঁদে শুধু নিজের দেশের পতাকাই নয় পায়ের চিহ্নও রেখে আসতে চায় আমেরিকা। তবে শুধু চাঁদেই থেমে থাকতে রাজি নন ট্রাম্প। তাঁর লক্ষ্য আরও বড়। মহাকাশের কোনও অজানা ঠিকানায় মার্কিনিদের পৌঁছে দিতে চান তিনি। উল্লেখ্য, নীল আর্মস্ট্রংই একমাত্র মার্কিনি যিনি চাঁদে প্রথম পা রেখেছিলেন। তারপরে আর আমেরিকা চাঁদ ছোঁয়ার চেষ্টা করেনি। সেই স্মৃতিকে পুনরিজ্জীবিত করতেই তার ৪৫ বছর পর ফের চাঁদ ভ্রমণের উপর জোর দিচ্ছে আমেরিকা।
×