ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকল ভেবে আসল ডিবির ওপর হামলা ॥ দুই মামলায় ৯ জনের আগাম জামিন

প্রকাশিত: ০৮:২৮, ১৩ ডিসেম্বর ২০১৭

নকল ভেবে আসল ডিবির ওপর হামলা ॥ দুই মামলায় ৯ জনের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ নকল ডিবি ভেবে আসল পুলিশের গোয়েন্দা বাহিনী (ডিবির) ওপর হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৯ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গাজীপুরের জেলা সদরের জয়দেবপুরের এক দোকান মালিককে হত্যার ঘটনায় তার কর্মচারীর মৃত্যুদ- বহাল রেখেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টেও সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। নকল ডিবি ভেবে আসল পুলিশের গোয়েন্দা বাহিনী (ডিবির) ওপর হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৯ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন প্রাপ্ত আসামিরা হলেন, দোকান মালিক সমিতির সভাপতি ফয়েজ আহমেদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন দুলাল, ইসমাঈল হোসেন প্রধানীয়া, প্রচার সম্পাদক মোঃ ফেরদৌস খান, সিকিউরিটি গার্ড অবসর প্রাপ্ত সেনাপতি শামসুর রহিম, মোঃ মোবারক উল্লাহ্, সাইফুর রহমান খোকন, মনিরুজ্জামান ও আবু রায়হান। মৃত্যুদ- বহাল ॥ গাজীপুরের জেলা সদরের জয়দেবপুরের এক দোকান মালিককে হত্যার ঘটনায় তার কর্মচারীর মৃত্যুদ- বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে মৃত্যুদ- অনুমোদন দিয়ে এবং আসামির আপীল খারিজ করে মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
×