ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের সহায়তায় ৩৫ কমিউনিটি ক্লিনিক, ৩ হাসপাতাল নির্মাণ এগিয়ে চলছে ॥ শ্রিংলাকে নাসিম

প্রকাশিত: ০৮:০২, ১৩ ডিসেম্বর ২০১৭

ভারতের সহায়তায় ৩৫ কমিউনিটি ক্লিনিক, ৩ হাসপাতাল নির্মাণ এগিয়ে চলছে ॥ শ্রিংলাকে নাসিম

স্টাফ রিপোর্টার ॥ ভারতের সহায়তায় ৩৫টি কমিউনিটি ক্লিনিক এবং ৩টি মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের বিশ^স্ত বন্ধু। ভারতের সহায়তায় বাংলাদেশে গৃহীত স্বাস্থ্যখাতের প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী একথা জানান। এসময় উভয়ে দুদেশের দিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী ১৬ ডিসেম্বর ভারতের আগরতলার ত্রিপুরায় রাজ্য সরকারের আমন্ত্রণে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানানোয় রাষ্ট্রদূত এসময় মন্ত্রীকে ধন্যবাদ জানান।
×