ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুগোপযোগী শিক্ষার লক্ষ্যে সভা

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৭

যুগোপযোগী শিক্ষার লক্ষ্যে সভা

নিজস্ব সংবাদদাতা, গোপালঞ্জ, ১২ ডিসেম্বর ॥ শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করার লক্ষ্যে গোপালগঞ্জের সকল হাইস্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহম্মদ মোকলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শেখ আকরাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল, সদর ইউএনও শাম্মী আক্তার, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মঙ্গল চন্দ্র বিশ্বাস ও রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রেশমা আকতার হাসি। বিশ্ব এজতেমার প্রস্তুতি সভা নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১২ ডিসেম্বর ॥ আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমার প্রস্তুতিমূলক সভা টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার টঙ্গী অঞ্চলে ৫৩তম বিশ্ব ইজতেমার কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, সিটি কর্পোরেশনের ৫টি জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শাখা প্রধানগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কাউন্সিলরবৃন্দ। সভায় জানানো হয়, বিশ্ব ইজতেমার সার্বিক কার্যক্রম মনিটরিং এর জন্য গাজীপুর সিটি কর্পোরেশন ইজতেমায় দেশী-বিদেশী মুসল্লিদের স্বাগত জানিয়ে ১০টি তোরণ নির্মাণ করা হবে।
×