ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা জখম

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা জখম

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছাত্রলীগের নেতা নিয়ন চৌধুরী ওপর হামলা চালনো হয়েছে। হামলাকারীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একটি হাত জখম করেছে। সোমবার রাতে শহরের চৌরঙ্গী মোড়ে ফল ব্যবসায়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ন জেলা শহরের প্রগতিপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে। সে ছাত্রলীগের তত্ত্বাবধানে গরিব মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফ্রি-কোচিং সেন্টারের সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছে। এ ঘটনায় আহত নিয়নের মা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সদর থানায় মামলা দায়ের করেছে। জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে জেলা শহরের সওদাগড় পাড়ার লতিফ সর্দারের ছেলে নাজমুল সদরসহ অজ্ঞাত আরও ৪/৫ জন এ ঘটনা ঘটনায়। ঘটনার পর নাজমুল ও তার সঙ্গীরা পালিয়ে যায়। খবর পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার গুরুতর আহত নিয়নকে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে সেই রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। নিয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার সকালে তাকে বিমানে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নিয়নের সঙ্গে রয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মাগুরায় বিরল রোগে আক্রান্ত বৃদ্ধ শিশু মারা গেছে নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১২ ডিসেম্বর ॥ প্রজেরিয়া রোগে আক্রান্ত বৃদ্ধ শিশু বায়েজিদ (৫) মারা গেছে। সোমবার রাতে সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে, মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে বিরল প্রজেরিয়া রোগে আক্রান্ত শিশু বায়েজিদ মায়ের গর্ভে থাকা অবস্থায়ই এ রোগে আক্রান্ত হয়। মাত্র ৫ বছর বয়সে শিশু বায়েজিদকে ৭০/৮০ বছর বয়সের বৃদ্ধের মতো দেখা যায়। তাকে নিয়ে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হলে মাগুরার সিভিল সার্জন মেডিক্যাল বোর্ড গঠন করেন এবং তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসায় সুস্থ হয়। এরপর মাগুরা হাসপাতালের চিকিৎসকরা তাকে বিনামূল্যে চিকিৎসা দিতেন। গত ৩ মাস ধরে সে অসুস্থ ছিল । চামড়া ঝুলে যাওয়ার জন্য তার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল । কিন্তু প্রজেরিয়া রোগে আক্রান্ত বলে অপারেশন করা সম্ভব হয়নি । রবিবার রাতে সে অসুস্থ হলে রাত ১২টার দিকে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয় । অবস্থার অবনতি হলে সোমবার ভোর ৬টায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সোমবার রাতে সে মারা যায় ।
×