ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৭

ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্বায়নের প্রধান শর্ত অবাধ তথ্য প্রবাহ। তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তা বিশ্ব পরিম-লে একটি বিরল দৃষ্টান্ত। এর মাধ্যমে সর্বক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার যে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছেন, তার সুফল সকলেই পাবেন। তবে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার যেমন সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে তেমনিভাবে এর অপব্যবহার ক্ষতির কারণও হতে পারে। জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনকালে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দুর্বৃত্তের হামলায় রাস্তা নির্মাণ বন্ধ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ব্যয়ে নির্মিত যশলং রাস্তার নির্মাণ কাজ দুর্বৃত্তদের হামলায় বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে ওই রাস্তা নির্মাণকারী লেবারদের ওপর হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এতে রাস্তা নির্মাণকারী শ্রমিকরা নির্মাণ কাজ বন্ধ করে পালিয়ে যায়। জানা যায়, এর আগে সোমবার সকাল ১০টায় উপজেলার যশলং হাজি আব্দুল গণি-আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশ হতে তালুকদার বাড়ি পর্যন্ত রাস্তাটি উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ। মঙ্গলবার সকালে একই গ্রামের হাসেম তালুকদার, রহমান তালুদকদার, আনু দফেদার গং ওই রাস্তা নির্মাণকারী শ্রমিকদের ওপর হামলা চালালে শ্রমিকরা প্রাণভয়ে পালিয়ে যায়।
×