ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে সাড়ে ৪০ হাজার ইয়াবাসহ আটক তিন

প্রকাশিত: ০৬:২৫, ১৩ ডিসেম্বর ২০১৭

সাভারে সাড়ে ৪০ হাজার ইয়াবাসহ আটক তিন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ ডিসেম্বর ॥ সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ ৪০ হাজার ৫শ’ ইয়াবা উদ্ধার ও একই সঙ্গে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলোÑ চাঁদপুর সদর থানা এলাকার মৃত মাওলানা ইউসুফের পুত্র তোফায়েল হোসেন, বান্দরবন জেলার লামা থানার লাইনঝীরি গ্রামের ময়না মিয়ার পুত্র আমির হোসেন ও কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রহমতের বিল গ্রামের বদরুদ্দোজা ছেলে আমিনুল্লাহ। জানা গেছে, সোমবার রাতে সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা এলাকার রানা আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তোফায়েলকে আটক ও তার কক্ষ তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫শ’ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও জিরানী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৩ হাজার ইয়াবাসহ আমির হোসেন ও আমিনুল্লাহকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা টেকনাফ থেকে ইয়াবা এনে সাভার, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। দরিদ্রদের ঘর প্রদান স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ উলিপুরে ২ লাখ টাকা ব্যয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ৫টি টিনশেড ঘর এককালীন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ৫টি পরিবারের মাঝে এসব টিনশেড ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, আরডিআরএস বাংলাদেশের সোশ্যাল ডেভেলপমেন্টের সিনিয়ার অফিসার ফিরোজ আহমেদ, অফিসার সংস্থার প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, ক্যাশিয়ার আইয়ুব আলী, সদস্য সাইফুল ইসলাম ও গোলজার হোসেন। সন্ত্রাসবিরোধী সভা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ওলামায়ে কেরামদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম। মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের লোকভবনে জেলা শাখা জমিয়তে ওলামায়ে ইসলামের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় দেশের শীর্ষ আলেম-ওলামাগন অংশ নেন। মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার জামেয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক মাওলানা নুর হোসাইন কাসেমী এবং বক্তব্য রাখেন, মাওলানা হামেদ জাহেরী, মাওলানা নাসির উদ্দীন আহমদ, মাওলানা সোহরাব হোসাইন কাসেমী, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
×