ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে পূর্বশত্রুতার জের ॥ আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৬:২৪, ১৩ ডিসেম্বর ২০১৭

বরিশালে পূর্বশত্রুতার জের ॥ আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পূর্ব বিরোধের জেরধরে জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সৈয়দ সুলতান আহমেদ মীরা গুলিবিদ্ধ হয়েছেন। একই সময় সন্ত্রাসীরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে গুরুতর জখম করেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে গুলিবিদ্ধ সৈয়দ সুলতান আহমেদকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুলতান আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত মাসুদ রেজার চাচাতো ভাই। সূত্রে আহত জানা গেছে, পূর্ব বিরোধের জেরধরে নেয়ামতি ইউনিয়ন বিএনপির সদস্য ছালাম সিকদার ও তার সহযোগী সশস্ত্র সন্ত্রাসীরা সোমবার রাত সাড়ে সাতটার দিকে মহেশপুর বাজারে এসে সুলতান আহমেদের ওপর হামলা চালিয়ে পেটে দুই রাউন্ড গুলি করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক বজলু মিয়াকে পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানান, গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতা সৈয়দ সুলতান আহমেদকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, বাগমারায় যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। আহত যুবলীগ নেতা হাফিজুল ইসলামকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের রায়াপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত হাফিজুল ইসলাম হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সংগঠনিক সম্পাদক। তিনি ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাহার উদ্দিনের ছেলে। হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা আলম বলেন, আগামী ১৩ ডিসেম্বর হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হামিরকুৎসা স্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের। ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিতরণ করছিলেন হাফিজুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের চিঠি পৌঁছে দিতে মোটরসাইকেল যোগে রায়াপুর বাজারে যান হাফিজুল ইসলাম। মুন্সীগঞ্জে ডাস্টবিনে নবজাতকের লাশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শহরের হাটলক্ষ্মীগঞ্জ ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়লার সঙ্গে নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেয় পরিচ্ছন্নতাকর্মীরা শিশুটির নাড়ি কাটা হয়নি, গজসহ চিকিৎসাসমাগ্রীও সঙ্গে ছিল। ধারণা করা হচ্ছে কোন চিকিৎসালয়ে সিজারিয়ানের পরপরই শিশুটিকে এখানে ফেলে দেয়া হয়। নবজাতককে হোগলায় পেঁচানো ছিল। নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, যুবকের দ- নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১২ ডিসেম্বর ॥ হাটহাজারীতে মা-বাবাকে মারধরের অপরাধে জাহেদ নামে মাদকাসক্ত পুত্রকে এক বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত জাহেদ হাটহাজারী পৌরসভাধীন পশ্চিম দেওয়ান নগর মিয়াজী পাড়াস্থ অলি আহাম্মদ সুবেদার বাড়ির নূরুল ইসলামের পুত্র। ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানাববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বর্ধিত ভর্তি ফি এর কঠোর প্রতিবাদ জানান। তাদের হাতে ‘শিক্ষা কোন পণ্য নয়, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টাকার গাছ নয়’, তেল নুন পেয়াজের মতো শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা মোদের অধিকার, দরিদ্র মেধাবীদের শিক্ষার সুযোগ দিন, দিতে হবে সেøাগান সংবলিত প্লাকর্ড দেখা যায়। মানববন্ধনে বক্তরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে ভর্তি ফি কয়েক গুণ বৃদ্ধি করে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
×