ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রশ্ন ফাঁস ॥ পরীক্ষা স্থগিত তদন্ত কমিটি

প্রকাশিত: ০৬:২৪, ১৩ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রশ্ন ফাঁস ॥ পরীক্ষা স্থগিত তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুন্সীগঞ্জে ১শ’ ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবার পরীক্ষা স্থগিত করে দিয়েছে প্রশাসন। সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর বাংলা পরীক্ষা স্থগিত রাখা হয়। তবে প্রথম শ্রেণীর পরীক্ষা যথারীতি সম্পন্ন হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডিএম শওকত আলম মজুমদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা স্থগিত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বলেন, বাংলা পরীক্ষা প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তিতে তারিখ নির্ধারণ করে পরীক্ষা নেয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, সোমবার রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এবং সত্যতা স্বরূপ জেলা প্রশাসকের ই- মেইলে প্রশ্ন পাঠায়। যার জন্য পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেই। বরগুনা নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। এ কারণে মঙ্গলবার সদর উপজেলার ২৪৮ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ইংরেজী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুবুল আলম ও বরগুনা প্রাইমারী টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সুপার জাহাঙ্গীর আলম। উক্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। জানা গেছে, মঙ্গলবার সদর উপজেলার ২৪৮ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজী পরীক্ষা ছিল। জেলা প্রশাসন আমলে নিয়ে শিক্ষা অফিসের মাধ্যমে নির্ধারিত পরীক্ষা স্থগিত করেন। সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১২ ডিসেম্বর ॥ বাঁশখালী থানা পুলিশ চট্টগ্রাম নগরীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরেরর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে পতেঙ্গা ১৫নং ঘাট এলাকায় বাঁশখালীর দুর্ধষ সন্ত্রাসী আব্দু ছবুর অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায়। আটককৃত আব্দু ছবুর উপজেলার চাম্বল ইউপির পূর্ব চাম্বল সিকদার পাড়ার আবু নেওয়াজের পুত্র।
×