ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রতিবন্ধীর জমি দখল করেছে ছাত্রদল নেতা

প্রকাশিত: ০৬:২৩, ১৩ ডিসেম্বর ২০১৭

বরিশালে প্রতিবন্ধীর জমি দখল করেছে ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিবন্ধী যুবকের দোকান ঘর ভাংচুরের পর রাতের আঁধারে পুরো জমি দখল করে নিয়েছে জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল বেপারী। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে, সানুহার গ্রামের শারীরিক প্রতিবন্ধী মনির হোসেন দীর্ঘদিন থেকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন তার পৈত্রিক সম্পত্তিতে দোকান ঘর তুলে জীবিকা নির্বাহ করে আসছিল। সম্প্রতি হস্তিশুন্ড গ্রামের মৃত রহমান বেপারীর পুত্র উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল বেপারী জোরপূর্বক অসহায় ওই প্রতিবন্ধীর দোকান ঘর ভাংচুর করে ফেলে দেয়।এ ঘটনায় প্রতিবন্ধী মনির উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ উভয়পক্ষকে আগামীকাল বুধবার থানায় উপস্থিত থাকতে বলে। ছাত্রদল নেতা সাইদুল থানা পুলিশের নির্দেশ অমান্য করে সোমবার রাতের আঁধারে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ওই প্রতিবন্ধী যুবকের জমিতে একটি ঘর উত্তোলন করেন। এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল বেপারী জানান, ওই স্থানে ২০ বছর পূর্বে আমার ভাই দুই শতক জমি ক্রয় করেছে। সেই জায়গায় আমি দোকান ঘর তুলেছি। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, ঘর তোলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দোকান ঘর তোলা বন্ধ করে দেয়া হয়েছে।
×