ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাসওয়ার্ড বেশি দেন পুরুষরা

প্রকাশিত: ০৬:০৮, ১৩ ডিসেম্বর ২০১৭

পাসওয়ার্ড বেশি দেন পুরুষরা

একের পর এক হ্যাকিংয়ের ঘটনায় প্রকাশ হওয়ার পরও এখনও মানুষের সুরক্ষিত পাসওয়ার্ড দেয়ার অভ্যাস গড়ে উঠেনি বলে নতুন এক গবেষণায় তথ্য বের হয়েছে। চলতি বছর নবেম্বরে প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান ইপিসি গ্রুপ মানুষের পাসওয়ার্ড দেয়ার অভ্যাস নিয়ে জরিপ চালিয়েছে। এতে অংশ নেয়া ছয়শ’ জনের মধ্যে ৩৭ শতাংশেরও বেশি স্বীকার করেছেন তারা শুধু তখনই তাদের পাসওয়ার্ড বদলান, যখন কোনও সাইট থেকে তাদের পাসওয়ার্ড বদলাতে বলা হয়। জরিপে অংশ নেয়াদের মধ্যে ১১ শতাংশ বলেছেন তারা অন্তত সাত বছর ধরে একই পাসওয়ার্ড বা তার কিছুটা ভিন্ন রূপ ব্যবহার করছেন। পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে ‘পাসওয়ার্ড’ লিখেই পাসওয়ার্ড দিয়ে রাখার নজিরে পুরুষরা নারীদের থেকে ২.৮ গুণ এগিয়ে। আর নারীরা এগিয়ে আছেন তাদের ভালবাসার মানুষের নাম পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে, এগিয়ে থাকার মাত্রাটা ১.৩ গুণ। অংশগ্রহণকারীদের মধ্যে নিজেদের ব্যবহার করা সব সাইটে একই পাসওয়ার্ড দেন এমন লোকের হার ২২ শতাংশ। প্রত্যেক সাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দেয়ার হার ছিল ১৪ শতাংশ। -সিনেট
×