ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ফুলবাড়িয়ার আলবদর রিয়াজউদ্দিনের মামলা শেষ পর্যায়ে

প্রকাশিত: ০৬:০৬, ১৩ ডিসেম্বর ২০১৭

ফুলবাড়িয়ার আলবদর রিয়াজউদ্দিনের মামলা শেষ পর্যায়ে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আলবদর রিয়াজউদ্দিন ফকিরের মামলাটা প্রায় শেষের দিকে। মঙ্গলবার এই মামরার ১৯তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তার জবানবন্দী গ্রহণ করা হয়েছে। আসামি পক্ষের জেরার জন্য ২৬ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। তদন্ত কর্মকর্তার জবানবন্দী শেষে যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করা হবে। যুক্তিতর্ক শেষ হলেই মামলার রায় ঘোষণার জন্য সিএভি ঘোষণা করা হবে। মামলার প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা।
×