ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরার শালিখা সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে অনিয়ম

প্রকাশিত: ০৪:০৭, ১২ ডিসেম্বর ২০১৭

মাগুরার শালিখা সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরার শালিখা উপজেলার সাব-রেজির্ষ্টার মোঃ ইকবাল হুসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সকল দলিল লেখকরা আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি শুরু করেছে। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার বিশ্বাস অভিযোগ করেন, সাবরেজিষ্ট্রার গত ২৪ অক্টোবর অত্র উপজেলায় যোগদান করার পর থেকেই বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম ও দলিল লেখকদের সাথে অসৌজন্যমূলক আচারণ করে চলেছেন। সোমবার সিনিয়র দলিল লেখক মোঃ ইমান আলী মোল্যা তাঁর লিখিত দলিল সাবরেজিষ্ট্রারের কক্ষে গিয়ে দাখিল করেন। সাবরেজিষ্টার দলিলটি দেখার এক পর্যায়ে তাঁর কাছে অর্থ দাবি করেন। তিনি অর্থ না দিতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। এছাড়াও তিনি গত কয়েক দিন আগে উপজেলার গোপালগ্রামের আব্দুল হামিদ বিশ্বাস,ফরিদ বিশ্বাস, লিটন বিশ্বাস নামের জমি বিক্রেতার সম্পাদনকৃত দলিল লেখায় সামান্য ভূল হওয়ায় মোটা অংকের টাকা দাবি করেন বলে তিনি অভিযোগ করেন। সিনিয়র দলিল লেখক মোঃ ইমান আলী মোল্যা জানান, আমি ৩৮ বছর এই এই পেশায় কর্মরত আছি। কিন্তু এমন অপমানিত কখনও হইনি। এব্যাপারে শালিখা সাব-রেজিষ্টার অফিসার মোঃ ইকবাল হুসাইন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দলিল লেককদের আনিত অভিযোগ গুলো সত্য নয় সম্পূর্ণ মিথ্যা ।
×